স্বপ্ন

 স্বপ্ন দেখ স্বপ্ন বোনো স্বপ্ন কর জয়

যেন প্রতিক্ষিত সোনার বাংলা,

তোমার হাতেই হয়।


তুমি বীর তিতুমির শরিয়তউল্লাহ,

মজনু শাহের মতো।

স্বপ্ন দেখবে সোনার বাংলা হবেই,

হবে খাঁটি সোনার মতো।

তাইতো তুমি অাজ হয়ে ওঠো,

বিপ্লবি নির্ভয়। 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Assembly LAB: Character Input Output

Assembly LAB: Print Alphabet(A-Z)