স্বপ্ন
স্বপ্ন দেখ স্বপ্ন বোনো স্বপ্ন কর জয়
যেন প্রতিক্ষিত সোনার বাংলা,
তোমার হাতেই হয়।
তুমি বীর তিতুমির শরিয়তউল্লাহ,
মজনু শাহের মতো।
স্বপ্ন দেখবে সোনার বাংলা হবেই,
হবে খাঁটি সোনার মতো।
তাইতো তুমি অাজ হয়ে ওঠো,
বিপ্লবি নির্ভয়।
যেন প্রতিক্ষিত সোনার বাংলা,
তোমার হাতেই হয়।
তুমি বীর তিতুমির শরিয়তউল্লাহ,
মজনু শাহের মতো।
স্বপ্ন দেখবে সোনার বাংলা হবেই,
হবে খাঁটি সোনার মতো।
তাইতো তুমি অাজ হয়ে ওঠো,
বিপ্লবি নির্ভয়।
Done!!
উত্তরমুছুন