কলম ধরো....পর্ব-১
আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি সেরা জীব হিসেবে। সৃষ্টি সেরা জীব মানুষ হওয়ার একমাত্র কারণ তার মেধা তথা উদ্ভাবনী শক্তি। ব্রেইন বা মস্তিষ্ক সকল প্রাণির আছে তারা তাদের মস্তিষ্ক কে কাজে লাগিয়ে তাদের কার্যক্রম সম্পাদন করে। ধরা যাক, একটা বাঘ একটি হরিনকে টার্গেট করল শিকার করার জন্য ঠিক তখনি হরিন সেই বাঘের মনভাব বুঝতে পারল এবং ছুটে পালানোর চেষ্টা করল। এই বুঝতে পারাটাই কিন্তু হরিনের মস্তিস্কের কাজ। আল্লাহ প্রত্যেক প্রাণিকে সৃষ্টি করার পর তিনটি মৌলিক জিনিষ শিক্ষা দিয়েছন-
১.খাদ্য গ্রহণের কৌশল।
২.বাসস্থান তৈরির কৌশল।
৩. ডিফেন্স তথা প্রতিরক্ষার কৌশল।
শুধু একমাত্র মানুষকেই শিক্ষা দিয়েছেন উদ্ভাবন করার কৌশল।
এখন মনে হতেই পারে, হরিন যে বাঘের মনভাব বুঝতে পারল এটা তার উদ্ভাবন??
কিন্তু না এটা তার উদ্ভাবন নয়। এটা তার ডিফেন্স তথা প্রতিরক্ষার কৌশল যা আল্লাহ তাকে অটোমেটিক ভাবে দান করেছেন। বিজ্ঞানীরা অনেক পরিক্ষার পর এ কথা বলেছেন যে, অন্যান্য প্রাণির মস্তিস্কের চাইতে মানুষের মস্তিস্কে লোব বা সিন্যাপসিস (নিউরনের জোড় বাধার কৌশল) অনেক বেশি তাই মানুষ উদ্ভাবন ক্ষমতা সম্পন্ন।
Nm Chisty
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন